গাজীপুরে আগুনে পুড়ল কলোনির ৭০ ঘর
গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কলোনীর ৬০-৭০টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৪ মে) দুপুরে কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
কলোনির বাসিন্দা গার্মেন্টস শ্রমিক লতিফ জানান, কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় স্থানীয়দের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সারোয়ার ও সুফিয়ানসহ কয়েকজন ব্যক্তি ঘর তুলে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষদের কাছে ভাড়া দিয়েছিলেন। শুক্রবার দুপুরে সারোয়ারের কালোনিতে আগুন প্রথমে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। আগুনে কলোনির চারটি গলির প্রায় ৭০-৮০টি ঘর পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, শুক্রবার দুপুর ১টা ১৫মিনিটে কলোনিতে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
শিহাব খান/আরএআর