যশোরে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত
যশোরে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে তামিম হোসেন (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান হোসেন (২০) নামের আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে যশোর-খুলনা মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত তামিম হোসেন বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্ৰামের মহাসিন গাজীর ছেলে। তিনি বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আহত তামিম হোসেনের ফুফাতো ভাই রায়হান হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালক ‘সরে যাও, সরে যাও গাড়ির স্টিয়ারিং কেটে গেছে’ এই বলে জোরে চিৎকার করলেও পথচারী তামিম এবং রায়হান বুঝতে পারেননি। এ দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা রেলের সিগন্যাল পোস্টে গিয়ে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। পরে কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে রাতেই নিহত তামিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে এবং কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ্যান্টনি দাস অপু/এমজেইউ