মাগুরার শ্রীপুর উপজেলার বরিষাট গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে দিনভর দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

এদের এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম তারেক ও অপর গ্রুপের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রাম। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বে বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনার জের ধরে মঙ্গলবার সকালের দিকে কাজী তারেকের সমর্থকরা জানতে পারে তাদের সমর্থনে ইউনিয়নের টুপিপাড়া, খামারপাড়া থেকে কিছু লোক সাবেক এমপি আবদুল ওয়াহাবের বাড়ি পর্যন্ত চলে এসেছে। এসময় শ্রীপুর থানা পুলিশ সংগ্রামের পেট্রোল পাম্পের কাছে অবস্থান নিলে ওদিক থেকে বিচ্ছিন্নভাবে আসা লোকজন ছত্রভঙ্গ হয়ে ফিরে যায়। 

এদিকে কাজী তারেকের সমর্থক বরিষাট গ্রামের লোকজন সংগ্রামের সমর্থক নুরুজ্জামান রোজি, আবদুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা আসমত আলীর সরকারিভাবে পাওয়া ঘর ‘বীর নিবাস’, সরিফুল, রফিকসহ বেশ কয়েকজনের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে। 

এ সংবাদ ছড়িয়ে পড়লে সংগ্রামের লোকজনও প্রতিপক্ষ ডাবলু শেখের বাড়িসহ বেশ কয়েকজনের বাড়ি-ঘর ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে আতঙ্কিত গ্রামবাসীকে তাদের গৃহপালিত গরু-ছাগল, ফ্রিজ, দামি আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ ৫ জনকে আটক করে। 

তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে তিনিসহ শ্রীপুর থানা পুলিশ ও মাগুরা থেকে রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

এমএএস