ময়মনসিংহে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে জেলার তিন উপজেলা ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও গৌরীপুরে ৩১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নগণ্য।

গৌরীপুর, সদর ও মুক্তাগাছা উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জনসহ মোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন উপজেলায় ভোটার রয়েছে ৯ লাখ ৬৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৮৭ হাজার ১৮৯ জন এবং ৪ লাখ ৭৮ হাজার ২৭৮ নারী ভোটারসহ তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল থেকে সদর ও মুক্তাগাছা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো লাইন নেই। দু-একজন করে কয়েকজন এসে এ সময়ের মধ্যে ভোট দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক মৃদুল বলেন, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোথাও কোনো সমস্যা নেই। ভোটের পরিবেশ ঠিক রাখতে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়ত ভোটার উপস্থিতি বাড়বে।

উবায়দুল হক/এমজেইউ