অস্ত্র ও যৌন উত্তেজক সিরাপসহ দুই যুবলীগ নেতা আটক
পাবনা পৌরসভার শালগাড়িয়া থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ দুই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান এ তথ্য জানান।
আটকরা হলেন- শহরের ছোট শালগাড়ীয়া এলাকার মৃত আকু শেখের ছেলে আজমল (৩৫) ও মৃত আফজাল হোসেনের ছেলে রাজ আহমেদ রনি (৪০)। তারা পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
বিজ্ঞাপন
পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানান, বুধবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ছোট শালগাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এ সময় আজমলকে আটকের পর তল্লাশি করে তার কোমরে লুকিয়ে রাখা একটি লাইসেন্সবিহীন বিদেশি পিস্তল, ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজমলের বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, আজমল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ চারটি মামলা রয়েছে।
অপরদিকে রাতে ছোট শালগাড়ীয়া এলাকার তালেবের বাড়ির ভাড়াটিয়া রাজ আহমেদ রনির কারখানায় অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ, মানবদেহের জন্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ও পাঁচ বোতল স্পিরিট উদ্ধার করা হয়। রনিকে আটক করে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান বলেন, পাবনায় অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কারও ব্যক্তি পরিচয় পুলিশের দেখার বিষয় নয়। অপরাধী হলে তাকে আইনের আওতায় আসতেই হবে।
তবে কোনো অপরাধীর ব্যক্তিগত অপরাধের দায় যুবলীগ নেবে না বলে মন্তব্য করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে জেনেছি। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাকিব হাসনাত/আরএআর