রাঙামাটিতে বজ্রপাতে একটি বাড়ি পুড়ে ছাই
রাঙামাটির বাঘাইছড়ির আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চুরাখালী গ্রামে বজ্রপাতে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ মে) দুপুরে এই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বজ্রপাতে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
বাড়িটি চুরাখালী গ্রামের মহসিন মিয়ার বাড়ি বলে জানা গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে আকস্মিক বজ্রপাতে টিনশেড ঘরটিতে আগুন ধরে যায়। বাড়ির বাসিন্দারা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হতে পারলেও ঘরের ভেতরে থাকা কোনো আসবাবপত্র রক্ষা করা যায়নি। বজ্রপাতের আগুনের ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মহসিন মিয়া।
আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বজ্রপাতও হতে থাকে। আকস্মিক বজ্রপাতে মহসিন মিয়ার বাড়িতে আগুন ধরে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়।
মিশু মল্লিক/আরকে