সাম্প্রদায়িক ইস্যু তুলে বক্তব্য, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর উপস্থিতিতেই তার সমর্থনকারী দুই ব্যক্তি আলাদা আলাদা জায়গায় সাম্প্রদায়িক ইস্যু তুলে ও উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় স্বাক্ষরিত এক পত্রে তাকে লিখিত জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে নোটিশ পাঠানো হয়।
বিজ্ঞাপন
নোটিশে উল্লেখ করা হয়, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামানের উপস্থিতিতে তার সমর্থনকারী দুজন ব্যক্তি পৃথক স্থানে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন; যা ভিডিও ফুটেজে দৃশ্যমান।
আরও পড়ুন
জেলার ২য় পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা গণপতি রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিকে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। ইতোমধ্যে তিনি জবাব দিয়েছেনও। এ সময় তাকে সতর্ক করা হয়েছে। এরপরও যদি তিনি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে আমরা কমিশনকে লিখিতভাবে অবহিত করব।
শুভ কুমার ঘোষ/এনএফ