কুমিল্লার চান্দিনায় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করায় তার বাবা আব্দুল কাদেরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে আর এমন কাজ করবে না মর্মে মুচলেকা রাখা হয়।

শুক্রবার (১৭ মে) কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. সোয়াইব ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, চান্দিনার মাধাইয়া ইউনিয়নের নাওতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী সুমি আক্তারের বিয়ের আয়োজন করে তার পরিবার। শুক্রবার দুপুরে বিয়ের দিনক্ষণ ঠিক করে সম্পন্ন করা হয় সকল আয়োজন। আনুমানিক বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বিয়েবাড়িতে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মো. সোয়াইব ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এসময় সুমির বয়স কম হওয়ার প্রমাণ পাওয়া যায়। পরে সুমির বাবা আব্দুল কাদেরকে বাল্য বিবাহ প্রতিরোধ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি (সুমির বাবা) ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুচলেকা রাখা হয়।

ইউএনও জাবের মো. সোয়াইব ঢাকা পোস্টকে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান সবসময় অব্যাহত থাকবে।

আরিফ আজগর/পিএইচ