সরকারি ফি-এর অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন-দুদক অভিযান চালিয়েছে। এসময় ২ জন দালালকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে দুদক। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে শহরের মিশন রোডে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। 

তিনি জানান, পাসপোর্ট অফিসে দালাল ও আনসার সদস্যদের বিরুদ্ধে সরকারি ফির অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ছিল। দুপুরে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস ও তার আশপাশে কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসময় আনসার সদস্য ও পাসপোর্ট অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানকালে কিছু অনিয়ম পাওয়া যায়। পাশপাশি এমআর কম্পিউটার ও পাপ্পু কম্পিউটার থেকে ২ জন দালালকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযানের বিষয়ে প্রধান কার্যালয়ে রেকর্ডপত্র পাঠানো হবে। 

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি অনলাইন নিউজপোর্টাল ঢাকাপোস্ট.কম-এ দালালে ভরা দিনাজপুর পাসপোর্ট অফিস, জড়িত আনসাররাও শিরোনামে সংবাদ প্রকাশ হলে নজরে আসে দুদকের।

ইমরান আলী সোহাগ/এমএএস