ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (১৫ মে) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে (অ্যাড. তরিকুল ইসলাম) বহিষ্কার করা হলো।

এবিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহদাৎ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। যে বা যারা দলের সিদ্ধান্ত অমান্য করে তাদের শাস্তি প্রদান চলমান থাকবে।

তিনি বলেন, কাঁঠালিয়া উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তরিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সময়ে যদি এমন কাজ জেলা বিএনপির আর কোনও নেতাকর্মী করে তাহলে তাদেরকেও বহিষ্কার করা হবে।

মো. নাঈম হাসান ঈমন/পিএইচ