বগুড়ায় অবৈধভাবে ৫ লাখ ডিম মজুত, ২০ হাজার টাকা জরিমানা
বগুড়ার কাহালুতে অবৈধভাবে প্রায় ৫ লাখ ডিম মজুতের দায়ে আফরিন কোল্ড স্টোরেজ নামে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে ডিমগুলো ৭ দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার মুরইল বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ।
বিজ্ঞাপন
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ বলেন, কোল্ড স্টোরেজগুলো ডিম সংরক্ষণ করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এমন অভিযোগে আমরা বেশ কিছু প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এর মধ্যে আফরিন কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে ডিমগুলো বাজার জাত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় কাহালু উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরীসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আসাফ-উদ-দৌলা নিওন/এমএএস