ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ চলন্ত অবস্থায় ছিঁড়ে গেছে। সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে। 

লেভেল ক্রসিং এলাকায় ট্রেন আটকা পড়লে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় রাস্তায় থাকা মানুষজনকে। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

একাধিক সূত্রে জানা যায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি দেয়। পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যায়। কিছু দূর যাওয়া মাত্রই ট্রেনের মাঝখানের দুই বগির মাঝের হোস পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি থেমে যায়। পরে মেরামত শেষে ৭টা ৪০মিনিটে ট্রেনটি ছেড়ে যায়। ওই সময় ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। 

এদিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক টিএ রোডের লেভেল ক্রসিংয়ে আটকা পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদেরকে। অনেকে যানবাহন থেকে নেমে অনেক দূর ঘুরে চলাচল করেন। অনেক যানবাহন বিকল্প হিসেবে উড়াল সেতু ব্যবহার করে। 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চলন্ত অবস্থায় হোস পাইপ ছিঁড়ে যায়। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

মাজহারুল করিম অভি/আরএআর