গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনের সুতিয়া নদী ওপর কাওরাইদ-গয়েশপুর রেল সেতু হেঁটে পাড় হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১২ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাস্টার এএসএম রফিকুল ইসলাম।

দুর্ঘটনার পরপরই নিহত একজনের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। অপরজনের মরদেহ ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাস্টার এএসএম রফিকুল ইসলাম জানান, শনিবার ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বিকেল ৫টার দিকে কাওরাইদ স্টেশন এলাকা পাড় হচ্ছিল। এ সময় কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পাড় হচ্ছিলেন দুই বৃদ্ধ। সেতুতে উঠার পর ওই দুই বৃদ্ধকে ট্রেন ধাক্কা দিলে তারা কাওরাইদ-গয়েশপুর সেতু থেকে সুতিয়া নদীর নিচে শুকনো জায়গায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে একজনের মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। অপরজনের মরদেহ সেতুর নিচে পড়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।

শিহাব খান/আরএআর