গোমস্তাপুরে এক মাদরাসায় শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বজ্রনাথপুর দাখিল মাদরাসা থেকে এবার মাত্র দুইজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে দুজনের মধ্যে একজনও পাস করতে পারেনি। এতে করে মাদরাসাটিতে ফেলের হার শত ভাগ। রোববার (১২ মে) প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এবার পরীক্ষায় অংশগ্রহণের জন্য বজ্রনাথপুর দাখিল মাদরাসা থেকে ৮জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছিল। কিন্ত এর মধ্য মাত্র দুইজন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ করেছিল কিন্তু দুজনই ফেল করেছে।
বিজ্ঞাপন
বজ্রনাথপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার এজাজুল হক বলেন, করোনার পর থেকে আমাদের মাদরাসার অবস্থা খারাপ। মাদরাসাটি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা বেতন পান না। বেতন না পাওয়ার কারণে তাদের মনোবল ভেঙে গেছে।
তিনি আরও বলেন, মাদরাসাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ভালো ফলাফল করে আসছিল। কিন্ত হঠাৎ করে ২০১৭ সালে কিছু জটিলতার কারণে নবায়ন (মাদরাসা বন্ধ) বাতিল হয়ে যায়। পরে আমি বিভিন্ন মন্ত্রাণলায় ঘুরাঘুরি করে ২০২২ সালে আবার মাদরাসাটি চালু করি। এখন মাদরাসায় মোট ১০০ জন শিক্ষার্থী আছে। সামনের দিনে চেষ্টা করবো ফলাফল ভালো করার।
গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসার মুসাহাক আলী বলেন, আমি যোগদান করেছি গত মাসে। আমার যোগদানের আগেই এখানে এসএসসি (দাখিল) পরীক্ষা হয়েছিল। যেহেতু সেখানে ছাত্র সংখ্যা কম, তাই অনুমান করাই যায় সেখানে ভালো পাঠদান হয় না। আমি পরবর্তীতে বিষয়টি খতিয়ে দেখবো।
জেলা শিক্ষা অফিসার মোহা: আবদুর রশিদ বলেন, আমি এর আগে এই প্রতিষ্ঠানের নাম শুনিনি। এছাড়া এই মাদরাসাগুলোকে নিয়ন্ত্রণ করার এখতিয়ার আমাদের নেই। মাদরাসার শিক্ষকদের কোনো ট্রেনিং প্রয়োজন হলে আমরা সম্বনয় করে তাদেরকে সেই ব্যবস্থা করে দিই।
আশিক আলী/এমএএস