বজ্রপাতের শব্দে প্রাণ গেল কিশোরের
কুমিল্লায় বাড়ির পাশে মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতের শব্দে মো. সিয়াম নামের (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে কুমিল্লার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিয়াম ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে।
নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, শনিবার সকালে সঙ্গীদের নিয়ে ফুটবল খেলছিল সিয়াম। এসময় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে সিয়াম। আশপাশের মানুষের সহযোগিতায় তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, সিয়ামের ইসিজি করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে তার শরীরে পুড়ে যাওয়া বা বজ্রপাতে মৃত্যুর কোনো চিহ্ন পাওয়া যায়নি। সে বজ্রপাতের শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যেতে পারে।
আরিফ আজগর/আরকে