কিশোরগঞ্জের বাজিতপুরে ৭১০ লিটার চোলাই মদসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (১১ মে) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শাহপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইউপি সদস্যের নাম ডালিম মিয়া (২৮)। তিনি একই এলাকার খুরশিদ মিয়ার ছেলে এবং দিঘিরপাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।

কিশোরগঞ্জ পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর এলাকায় অভিযান চালান এসআই মোবারক হোসেন। এসময় ডালিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপুর চেঙ্গাহাটিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, এ ঘটনায় জড়িত আরও দুজন পলাতক রয়েছে। জড়িত আসামিদের বিরুদ্ধ বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এসকেডি