বগুড়ায় উপজেলা নির্বাচনে এমপির স্ত্রী
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী বেগম। গতকাল বৃহস্পতিবার (মে) চতুর্থ ধাপের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
শিল্পী বেগম বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বর্তমান সংসদ সদস্য মজিবর রহমান মজনুর স্ত্রী। তিনি শেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (সংরক্ষিত)।
বিজ্ঞাপন
শুক্রবার (১০ মে) শেরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শেরপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী বেগম, কৃষক লীগের নেত্রী মর্জিনা বিবি, স্থানীয় উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফিরোজা খাতুন, ফাতেমা খাতুন ও শিখা খাতুন।
গত ১৮ এপ্রিল আওয়ামী লীগ এক বৈঠকে সিদ্ধান্ত নেয়, দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের পরিবারের সদস্য কিংবা নিকটাত্মীয়রা উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এমনকি যারা এরই মধ্যে প্রার্থী হয়েছেন তাদেরও সরে দাঁড়াতে বলা হয়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের স্বার্থে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ নির্দেশ দিয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। এরই মধ্যে দলটির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ বিভাগের মন্ত্রী-এমপিদের কাছে আওয়ামী লীগ প্রধানের এ নির্দেশনা পাঠিয়ে দিয়েছেন।
তবে নির্বাচন কমিশন থেকে অবশ্য এ নিয়ে কোনো বিধিনিষেধ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, যিনি প্রাপ্তবয়ষ্ক, যিনি ভোটে প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন এমন যে কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন।
মনোনয়নপত্র জমা দেওয়া বিষয়ে জানতে শিল্পী বেগমের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, আমাদের দলীয় সিদ্ধান্তের বাইরে কাজটা হয়েছে। আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে- মন্ত্রী-এমপিদের আত্মীয়-স্বজনরা নির্বাচনে থাকতে পারবেন না। উনি যে কী মনে করে মনোনয়ন নিয়েছেন। তবে আমরা আশাবাদী এটার একটা ব্যবস্থা হবে। আমাদের এমপি মজিবর রহমান মজনু নিয়ম-নীতির বিষয়ে খুব সচেতন।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন শিল্পীর মেয়ে উম্মে হামিদা। ওই সময় সংসদ সদস্যের স্ত্রী পরিচয় ব্যবহার করে মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসার অভিযোগ উঠেছিল শিল্পী বেগমের বিরুদ্ধে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন শেরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জামাল সিরাজী, যুবলীগের নেতা এমএ হান্নান, বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জাকারিয়া তারেক বিদ্যুৎ এবং মো. রুবেল আহমেদ।
আর ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, গাড়ীদহ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ, শেরপুর পৌর ছাত্রলীগের সভাপতি রনি সরকার, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও বিধান কুমার ঘোষ মনোনয়নপত্র দাখিল করেন।
তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপের নির্বাচনে ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ মে আপিল, ১৯ মে প্রার্থিতা প্রত্যাহার ও ২০ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৫ জুন।
আসাফ-উদ-দৌলা নিওন/আরএআর