ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাছপাড়া ইউনিয়ন পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা পাঁচবারের ইউপি চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো।

বুধবার (৮ মে) রাত ১০টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫৪ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ আনারস প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন।

খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ২০২০ সালে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বলেন, আমাদের আজকের এই জয় মিতুল হাকিমের জয়, পাংশাবাসীর জয়। এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউল ইসলাম বলেন, পাংশা উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে বেসরকারিভাবে খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ৫৪ হাজার ৫৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদের ৭৫টি ভোটকেন্দ্রের ৫৪৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১০০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯২ হাজার ১৮৫ জন। আর বাতিল হয়েছে এক হাজার ৬৬৬টি ভোট।

মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ