ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনন্দপুর ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার। 

বুধবার (৮ মে) রাত ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

নির্বাচন কার্যালয় হতে প্রাপ্ত তথ্যানুযায়ী, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২৯ হাজার ৩৩০ ভোট পড়েছে৷ তার মধ্যে ৯২০টি ভোট বাতিল করা হয়েছে৷ মোট ২৮ হাজার ৪১০ বৈধ ভোটের মধ্যে হারুন মজুমদার পেয়েছেন ২৭ হাজার ৬৩৫ ভোট। যা প্রদত্ত ভোটের ৯৬ শতাংশ৷ অন্যদিকে চেয়ারম্যান পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী চিংড়ি মাছ প্রতীকে জাফর উল্ল্যাহ ভূঁঞা পেয়েছেন ৭৭৫ ভোট৷ 

বিজয়ের অনুভূতি ব্যক্ত করে হারুন মজুমদার বলেন, আমি মনে করেছিলাম নির্বাচনে ৩২ কেন্দ্রে ৩২০০ ভোটও আমি পাবো না। কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে এসেছে। আমি ভোটারদের কাছে কৃতজ্ঞ, নির্বাচনে ২৭ হাজার ৬৩৫ ভোট দিয়ে তারা আমাকে বিজয়ী করেছে। এখন আমি দলমত নির্বিশেষে সবার উপজেলা চেয়ারম্যান হতে চাই। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি ভোট কেন্দ্রের ২৪৪ বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় ১ লাখ ৫ হাজার ৬৭১ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২৯ হাজার ১৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া, জাল ভোট দিতে গিয়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে মোট ১১ জনকে আটক করা হয়েছে। ১৯টি সিল দেওয়া ব্যালট পেপার জব্দ করা হয়েছে।

তারেক চৌধুরী/কেএ