ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। দিনের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। যদিও কেন্দ্র দখলের অভিযোগ তুলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণের দৃশ্য দেখা গেছে।

সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে ভোটার উপস্থিতি তেমন লক্ষ্য করা না গেলেও বৃষ্টি থামার পর বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। পুরুষ ভোটারদের পাশাপাশি দলে দলে ভোট দিতে আসেন নারী ভোটাররাও। বেশ কয়েকজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন।

আহমেদ জামাল নামের এক ভোটার বলেন, মনোহরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। আমি নাথেরপেটুয়া কেন্দ্রে ভোট দিয়েছি। কোনো অপ্রীতিকর পরিবেশ দেখিনি। মানুষ ভোরের উৎসবে মেতেছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসেছি। জয়-পরাজয় আল্লাহ ভালো জানেন। 

তৌকির হোসেন নামের আরেক ভোটার বলেন, খুব সুন্দর নির্বাচনের পরিবেশ। সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। মানুষ দলে দলে ভোট দিতে এসেছে আজ।

রিটার্নিং কর্মকর্তা মো. মুনির হোসাইন খান বলেন, একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর কিছুর খবর পাওয়া যায়নি।

মনোহরগঞ্জ উপজেলায় মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ১৬ হাজার ৯৭২জন। তাদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ১১ জন পুরুষ এবং ১ লাখ ৩ হাজার ৯৬১ জন নারী ভোটার রয়েছেন। এ উপজেলায় ৮০টি ভোটকেন্দ্র এবং ৫৩৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ চলছে।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন আনারস প্রতীকে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান ঘোড়া প্রতীকে এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরিফ আজগর/আরএআর