নাটোরে ভেঙে গেছে রেললাইন, বস্তা গুঁজে ধীর গতিতে চলছে ট্রেন
নাটোরের আব্দুলপুর জংশন স্টেশন থেকে রাজশাহী রেলপথের লোকমানপুর এলাকায় রেললাইনের ৪ ইঞ্চি অংশ ভেঙে গেছে। ভাঙা অংশের পাটের বস্তা গুঁজে ধীর গতিতে চলছে ট্রেন।
বুধবার (৮ মে) সকালে বাগাতিপাড়ার লোকমানপুর এলাকায় স্থানীয়রা রেললাইনের ভাঙা অংশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পার্শ্ববর্তী লোকমানপুর রেলওয়ে স্টেশনে জানান। এরপর থেকে এই রুটে ধীর গতিতে রেল চলাচল করছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) জিএম অসীম কুমার তালুকদার বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি লোকমানপুর অতিক্রম করার আগে স্থানীয়রা লাইনে ভাঙা দেখেতে পান। পরে এলাকাবাসী লোকমানপুর স্টেশন মাস্টারকে অবহিত করলে রেলওয়ে কর্মীরা গিয়ে রেললাইন মেরামত শুরু করেন।
তিনি আরও বলেন, পুরাতন লাইন তাই এমন ঘটনা ঘটেছে। ভাঙ্গা ওই স্থানটি দিয়ে বিশেষ কায়দায় (পাটের বস্তা গুঁজে) ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। আর বিকেলের মধ্যে ভাঙা স্থানটির মেরামত সম্পূর্ণ হবে।
গোলাম রাব্বানী/আরএআর