অবশেষে কিশোরগঞ্জে স্বস্তির বৃষ্টি
কিশোরগঞ্জের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। শনিবার (৪ মে) সারাদিন সূর্যের তেজ থাকলেও রাত সাড়ে ৯টায় মেঘের দেখা মেলে। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি।
জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেয়েছে। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় চারপাশে তাপমাত্রা কমে এসেছে।
নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজার্ভার আখতার ফারুক বলেন, তীব্র তাপপ্রবাহের পর কিশোরগঞ্জে ভারী বৃষ্টি হয়েছে। শনিবার রাতে নিকলীতে ১৩ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাত ১১টার দিকেও বৃষ্টি পড়েছে। এই অঞ্চলে ঝড়ো বাতাস ও বজ্রপাত ব্যাপক পরিমাণ হয়েছে।
মোহাম্মদ এনামুল হক/আরকে