মো. ওহিদুজ্জামান

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলায় চেয়ারম্যান পদে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. ওহিদুজ্জামান। উপজেলা পরিষদের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীর বেসরকারিভাবে ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
 
জানা গেছে, আসন্ন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এ উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মনোনয়ন দাখিল করেন। ২৩ এপ্রিল যাচাই-বাছাইয়ের শেষ  দিন ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়। তিনি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ এপ্রিল জেলা প্রশাসক কামরুল আহসানের কাছে আপিল করেন। ২৯ এপ্রিল জেলা প্রশাসক তার আপিলটি খারিজ করে দেন। এরপর ২ মে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে (প্রার্থিতা বাতিলের) হাইকোর্টে রিট করেন। তবে সালথায় চেয়ারম্যান পদে ওহিদুজ্জামান একক প্রার্থী হওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ শেষে ২ মে ওহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, নিজ পরিবারের সদস্যের (স্ত্রী) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকার কারণে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি জানান, আমরা সালথায় দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র পাই। প্রাথমিক বাছাইয়ে পরিবারের সদস্যের নামে ঠিকাদারি লাইসেন্স থাকায় ওয়াদুদ মাতুব্বরের মনোনয়ন বাতিল করা হয়। এরপর  ওয়াদুদ মাতুব্বর জেলা প্রশাসক (ডিসি) বরাবর আপিল করেন মনোনয়ন ফিরে পেতে। কিন্তু জেলা প্রশাসক তার মনোনয়ন ফের বাতিল ঘোষণা করেন। তাই নিয়মানুযায়ী আর কোনো প্রার্থী না থাকায় মো. ওহিদুজ্জামানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

তবে সালথার বর্তমান উপজেলা চেয়ারম্যান গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বর বলেন, জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিল করে দেওয়ায় তিনি এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। রিটের শুনানির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 

তিনি আরও বলেন, আমি শুনেছি সালথা-নগরকান্দা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. ইয়াছিন কবীর ওহিদুজ্জামানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন। তবে হাইকোর্ট আমার মনোনয়ন বৈধ ঘোষণা করলে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার ওই আদেশ বাতিল হয়ে যাবে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন হবে।

এদিকে সালথা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মো. শওকত হোসেন, আমিন খন্দকার, মো. আছাদ মাতুব্বর, মো. ওয়াজেদ শেখ, মো. বাদল হোসেন ও মো. মোশারফ হোসেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন  প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোরশেদা খানম, ফারজানা ইয়াসমিন,শিরি বেগম ও সোহেলী। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে সালথা  উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। 

জহির হোসেন/আরএআর