কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুইজন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়। এ ঘটনায় আর ৯ জন আহত হয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার খোদাইবাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউপির ইলশা গ্রামের মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম, খানখানাবাদ ইউপির কুফিয়া ডোংরা গ্রামের গোলাম সোবহানের ছেলে মো. দুলা মিয়া, বাহারছড়া ৭নং ওয়ার্ডের ইলশা পুরাতন গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আবু আহমদ, পশ্চিম ইলশার মৃত মাহবুবুল আলমের স্ত্রী মাহমুদা বেগম ও ডোংরা চৌকিদার বাড়ির আব্দুল কুদ্দুসের স্ত্রী সায়রা খাতুন।
নিহতদের মধ্যে সায়রা খাতুন ও মাহমদা খাতুন পরস্পর মা-মেয়ে বলে জানান স্বজনরা।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাইদুল ফরহাদ/এএএ