ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্টোরিতে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সঞ্জয় রক্ষিত (৪০) নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (২৮ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
সঞ্জিত রক্ষিত ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জিত রক্ষিত তার ব্যক্তিগত ফেসবুক আইডি Sanjoy Rakhit নামের আইডি থেকে স্টোরিতে লিখেন ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। ফেসবুক স্টোরিতে এমন লেখার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। বিষয়টি নিয়ে মুসল্লীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই সঞ্চিত রক্ষিতকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারা মোতাবেক আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল ঢাকা পোস্টকে বলেন, ফেসবুকে ইসলাম ধর্মের বিধান নিয়ে কটূক্তি করায় এক যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
সাইফ রুদাদ/এএএ