চাঁদপুরের হাইমচর উপজেলার মাঝিরচরে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় লঞ্চের ইঞ্জিনে আগুন লাগে। এ সময় হুড়োহুড়িতে ৭ জন যাত্রী আহত হন। আতঙ্কে কিছু যাত্রী নদীতে ঝাঁপ দেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, লঞ্চের ইঞ্জিন রুমে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এরপর মাঝিরচরে লঞ্চটি ভিড়িয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে লঞ্চ কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে। কর্ণফুলী-৩ এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ফেরত আনা হচ্ছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আনোয়ারুল হক/আরকে