হেফাজতের তাণ্ডবে জড়িত ২০ মাদরাসাছাত্র বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ায় এবার হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে জড়িত থাকার দায়ে ২০ মাদরাসাছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার (২৬ এপ্রিল) তাদেরকে বহিষ্কার করা হয়।
তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ছাত্র। মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
৫ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাণ্ডবের ঘটনায় দলীয় কোনো নেতাকর্মী বা মাদরাসাছাত্র জড়িত নয় বলে দাবি করেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সাজিদুর রহমান।
ওইদিন তাণ্ডবে ক্ষতিগ্রস্ত প্রেস ক্লাব পরিদর্শনে আসে হেফাজতে ইসলাম ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রতিনিধি দল।
বহিষ্কৃত ছাত্ররা হলেন- আশেকে এলাহী, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।
মাদরাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, ‘ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদরাসার সমুদয় রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় আক্রমণ করার সংবাদ পাওয়ার ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হলো।’
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসব ঘটনায় ৫৫ মামলা দায়ের হয়েছে। সোমবার পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজিজুল সঞ্চয়/এমএসআর