পদ্মা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
পদ্মা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় টোল আদায়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গতকাল মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ১৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। এটি এখন পর্যন্ত একদিনে পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।
এর আগে গতবছরের ২৭ জুনে একদিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছিল ৪ কোটি ৬০ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি বলেন, বুধবার ৯ এপ্রিল পদ্মা সেতু টোল প্লাজায় মাওয়া প্রান্ত দিয়ে ৩০ হাজার ৩৩০টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে ১৪ হাজার ৮৭৪টি গাড়ি পদ্মা সেতু অতিক্রম করেছে এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২৩ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পরের দিন ২৬ জুন থেকে যানবাহন পারাপারের জন্য সেতু খুলে দেওয়া হয়। সেদিন পদ্মা সেতু দিয়ে মোট ৫১ হাজার ৩১৬টি যানবাহন পাড়ি দেয়। এ পর্যন্ত এটাই পদ্মা সেতু দিয়ে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।
ব.ম শামীম/এএএ