সড়ক দুর্ঘটনায় পাবিপ্রবি শিক্ষকের ছেলের মৃত্যু, স্ত্রী আইসিইউতে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষক পরিবারসহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। ওই শিক্ষকের নাম মো. ফিরোজ আলী (৩৫)। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক।
দুর্ঘটনায় তার ৬ মাস বয়সী ছেলের মৃত্যু হয়েছে এবং স্ত্রীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। একই দুর্ঘটনায় ওই শিক্ষকের হাত এবং ছয় বছর বয়সী মেয়ের হাত-পা ভেঙে গেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. নাজমুল হোসেন বলেন, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য সহকারী অধ্যাপক ফিরোজ আলী সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে মান্দা উপজেলায় সামনে থেকে আসা একটা পিক-আপ ভ্যান সিএনজিটাকে ধাক্কা দেন। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই উনার ছয় মাসের ছেলে মারা যায়। এছাড়া উনার ৭ বছর বয়সী মেয়ের হাত ও পা এবং স্যারের হাত ভেঙে যায়। এ সময় স্যারের স্ত্রী গুরুতর আহত হন, অবস্থা খারাপ হওয়ায় স্যারের স্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। আমরা সবার কাছে স্যারের পরিবারের জন্য দোয়া চাই।
রাকিব হাসনাত/আরএআর