বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্বামীও
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নাছিমা আক্তার (২৭)। তাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে স্বামী নুর হোসেনেরও (৪১)।
রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিকেলে নুর হোসেন মেশিনে ধান ভাঙ্গিয়ে চাল করে বাড়ি নিয়ে আসেন। পরে সন্ধ্যা ৬টার দিকে সেই চালের কুড়া পরিষ্কার করতে একটি মাল্টিপ্লাগে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রী নাছিমা। টের পেয়ে তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী নুর হোসেনও। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।
উবায়দুল হক/এইচকে