শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষ্যতের পথ চলার সংকল্পের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ব্যতিক্রমভাবে উদযাপন করেছে যশোরের বাঘারপাড়া উপজেলা প্রশাসন।

এদিন বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘারপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে স্কুলের শিক্ষার্থীদের শরীরচর্চা প্রদশর্নী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলার ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়। পতাকা বিতরণ করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল। 

পরে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এনামুল হক বাবুল। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নির সভাপতিত্ব বক্তব্য দেন বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা প্রমুখ। সব শেষে দুপুরে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

বাঘারপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এনামুল হক বাবুল। এদিকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে নওয়াপাড়া রেলস্টেশনে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি পূস্পার্ঘ অর্পণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন এনামুল হক বাবুলসহ অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

এমএএস