উপজেলা নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান
টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মোমেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তিনি লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল মোমেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিজ্ঞাপন
পদত্যাগপত্রে আব্দুল মোমেন উল্লেখ করেছেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে ইচ্ছুক। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য বর্তমান ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা প্রয়োজন। ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ৩২ এর উপধারা ২ মোতাবেক পদত্যাগ করার জন্য আবেদন করলাম।
এদিকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এতে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে।
অভিজিৎ ঘোষ/আরএআর