বেশি দামে তরমুজ বিক্রি, জরিমানা ৩০ হাজার
ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করার সময় এ জরিমানা করেন।
বিজ্ঞাপন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স সাফা এন্টারপ্রাইজ ক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে তরমুজ বিক্রি করছিল। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে এলে সাফা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করে সংস্থাটি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী ঢাকা পোস্টকে বলেন, কারসাজি করে অতিরিক্ত মূল্যে তরমুজ বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মজুদকৃত তরমুজ ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাজারে মুরগির মাংস বিক্রয়ে যৌক্তিক মূল্য অনুসরণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সাইফ রুদাদ/এমজে