বরিশালের উজিরপুরে সুমন (১৫) নামের এক কিশোরকে চাপা দিয়ে চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় পথচারী সুমনসহ দুইজন নিহত হয়েছেন।

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উজিরপুর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, আজ সকাল ৬টায় যশোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা চাকলাদার পরিবহনের বাসটি দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌঁছালে রাস্তা পার হওয়া কিশোর সুমনকে চাপা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছসহ পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে কিশোর সুমন মারা যায়। পরে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও ডুবরি দল প্রায় কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে বাসটিকে উদ্ধার করে। এ সময় বাসের মধ্যে থাকা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি বাসের যাত্রী।

তিনি আরও বলেন, বাস থেকে উদ্ধার হওয়া মরদেহ ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ