জামালপুরের বকশীগঞ্জে সংবাদের তথ্য সংগ্রহ করতে গিয়ে মতিন নামে এক সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার নামাপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি হামলার শিকার হন।

জানা যায়, বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান সুজন ও পরাজিত প্রার্থী জয়নাল আবেদীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার খবর শুনে সাংবাদিক মতিনসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পৌঁছার পরপরই মতিনের ওপর হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মতিন বলেন, দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে এমন সংবাদ পেয়ে আমরা সব সাংবাদিক একসঙ্গেই ঘটনাস্থলে যাই। আমার মোটরসাইকেলের পেছনে সাংবাদিক মনিরুজ্জামান লিমন ছিল। আমি মোটরসাইকেল থেকে নেমে মোবাইলটা পকেট থেকে বের করা মাত্রই আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান দলবল নিয়ে অতর্কিতভাবে হামলা করে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ঢাকা পোস্টকে বলেন, দুই কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান সুজন ও জয়নাল আবেদীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বিকেল পাঁচটার দিকে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদের জন্য তথ্য সংগ্রহ করতে যাই। মোটরসাইকেল থেকে নামার পরে আক্কাস মাস্টারের ছেলে তৌহিদুজ্জামান সাংবাদিক মতিনের ওপর অতর্কিতভাবে হামলা করে। পরে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী বলেন, এ ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। আহত সাংবাদিক তিনি হাসপাতাল ভর্তি রয়েছেন পুলিশ তার খোঁজখবর নিচ্ছেন।

রকিব হাসান নয়ন/এমএএস