সাংবাদিক সিয়াম সারোয়ার

নিখোঁজের ২১ ঘণ্টা পর সাংবাদিক সিয়াম সারোয়ারকে সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে তেজগাঁও থানায় জিডি করেন সিয়ামের স্ত্রী শারমীন সুলতানা।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করেন দুই স্থানীয় দুই ব্যক্তি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে পশ্চিম নাখাল পাড়ার বড়বোনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাংবাদিক সিয়াম। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। তিনি নেপালের কাঠমাণ্ডু ট্রিবিউন নামে একটি দৈনিকের ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।  একই সঙ্গে তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।

জিডিতে সিয়ামের স্ত্রী শারমীন সুলতানা উল্লেখ করেছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বনানীর বিটিসিএল কলোনিতে নিজের বাসা থেকে বের হয়ে পশ্চিম নাখাল পাড়ায় বড়বোনের বাসায় যান সিয়াম। সেখান থেকে সকাল ১০টার দিকে বের হন। তারপর খোঁজ মেলেনি তার। মোবাইল ফোনটিও বন্ধ।

‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পর নিখোঁজ হন সিয়াম।

সিয়ামের দ্রুত সন্ধান চেয়ে এক বিবৃতিতে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মনির হোসেন অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ রাব্বি রেদোয়ান বলেন, বৃহস্পতিবার বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন সিয়াম। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ সাংবাদিককে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে দুইজন ব্যক্তি উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, উদ্ধারের বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখছি আমরা। বিস্তারিত পরে জানানো হবে।

মাহিদুল মাহিদ/এএম