ভোলার চরউমেদ ইউনিয়ন
২১ বছর পর নির্বাচনের আয়োজন, শেষ মুহূর্তে স্থগিত
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৭ মার্চ)নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্বাচন স্থগিত করা হয়।
শুক্রবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন।
বিজ্ঞাপন
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি করা হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (নং-১৯৮৫/২০২৪) অনুসারে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম আদেশের তারিখ থেকে ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী আদেশের কপি প্রাপ্তির ২ মাসের মধ্যে আবশ্যিকভাবে নবগঠিত ইউনিয়ন ১০নং মোতাহারনগর ও পুনর্গঠিত পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোটার তালিকা পুনঃবিন্যাস করার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৩ সালে লালমোহন উপজেলার ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর সীমানা সংক্রান্ত জটিলতায় প্রায় ২১ বছর বন্ধ ছিল ইউনিয়নটির নির্বাচন। সব জটিলতা কাটিয়ে ৯ মার্চ ইউনিয়নটির নির্বাচন হওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এতে অংশ নেন ৮৩ জন প্রার্থী। যার মধ্যে ১২ জন চেয়ারম্যান পদে, ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন ১৩ জন। ১২টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৭ জন ভোটারের ভোট দেওয়ার কথা ছিল। সীমানা জটিলতায় আবারো তা বন্ধ হয়ে গেল।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর