পুলিশের রেকার গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাফিক পুলিশের রেকার গাড়ির চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক রিকশাচালক।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা রংপুর মহাসড়কের মায়ামনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ও রেকারটি ভাঙচুর করে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশের ওই রেকারটি গোবিন্দগঞ্জ থানা থেকে বের হয়ে চৌমাথা মোড়ের দিকে আসছিল। এ সময় বনফুল হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। আহত হন আসাদুল নামের আরও এক রিকশাচালক।
পরে উত্তেজিত জনতা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ট্রাফিক পুলিশ বক্স ভেঙে দেয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে রেকারটি ভাঙচুর করে। উত্তেজিত জনতা দাবি করেন, অদক্ষ ড্রাইভার দিয়ে রেকর্ডটি চালানো হচ্ছিল। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বিক্ষুব্ধরা। এ রিপোর্টটি লেখা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ অংশে যান চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। যান চলাচল স্বাভাবিকসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
রিপন আকন্দ/আরকে