সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এই বন্দরের ৩১ জন আমদানিকারক এসব পেঁয়াজ আমদানি করতে পারবেন।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক সমীর চন্দ্র ঘোষ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
স্থলবন্দর সূত্রে থেকে জানা যায়, আইপি রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ২৯ জন আমদানিকারক ৩৮ হাজার মেট্রিক টনের মতো এবং মার্চ মাসে দুইজন আমদানিকারক ১ হাজার মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানির অনুমতি পায়। যা এই চলতি অর্থবছরের যেকোনো সময় আমদানিকারকরা আমদানি করতে পারবেন।
সমীর চন্দ্র ঘোষ জানান, সোনামসজিদ স্থলবন্দরের ৩১ জন আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। তারা ৩৯ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন।
আশিক আলী/আরএআর