বগুড়ায় বা‌ড়ি সংস্কা‌রের সময় মা‌টি খুঁড়তে গি‌য়ে তিন‌টি অ‌বি‌স্ফো‌রিত গ্রেনেড পাওয়া গে‌ছে। খবর পে‌য়ে ঘটনাস্থলে গি‌য়ে গ্রেনেড তিন‌টি নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 

সোমবার (৪ মার্চ) দুপু‌রে শহ‌রের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদার পাড়ার বাসিন্দা মোস্তাফিজুর রহমান স্বাধীনের বাড়ির উঠান থে‌কে গ্রেনেড তিনটি উদ্ধার করা হয়। 

বাড়ির মালিক স্বাধীন বলেন, গত কয়েক দিন ধরে আমার বাড়ির সংস্কারের কাজ চলছে। সকালে বাড়ির পাশেই কিছু মাটি খুঁড়তে একসঙ্গে তিনটা গ্রেনেড পাওয়া যায়। যেহেতু মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। তাই এমন জিনিস দেখে তাৎক্ষণিক পুলিশকে খবর দেওয়া হয়। 

গ্রেনেড উদ্ধারের পর পুলিশ নিরাপত্তার স্বার্থে পুরো জায়গাটি ঘিরে রেখেছে। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট রওয়ানা দিয়েছে গ্রেনেড তিনটি নিষ্ক্রিয় করার জন্য। 

এসব তথ্য নি‌শ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার। 

তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে স্টাফ কোয়ার্টারে পাকিস্তানিরা ক্যাম্প করেছিল। গ্রেনেডগুলো দেখে ওই সময়ের মনে হচ্ছে। এই গ্রেনেডগুলো খুব শক্তিশালী হয়ে থাকে। এজন্য বোম্ব ডিসপোজাল টিমকে ডাকা হয়েছে। ঢাকা থেকে টিম আসতে সময় লাগতে পারে। তাই আমরা স্পটটি কর্ডন করে ঘিরে রেখেছি। এখানে পুলিশের একটি টিম থাকবে নিরাপত্তার জন্য। 

আসাফ-উদ-দৌলা নিওন/এএএ