কারাগার থেকে মুক্তি পাওয়া সিরাজগঞ্জের ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। এ আয়োজন আগামীর আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে করবে বলে জানিয়েছেন সংগঠনের সিনিয়র নেতারা। শনিবার (২ মার্চ) দুপুরে শহরের পৌর ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এই সংবর্ধনা দেওয়া হয়।

জেলা বিএনপি জানায়, ২৮ অক্টোবর সরকার পতনের জন্য ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মীরা নানান মামলায় কারাবন্দি হয়েছিলেন। তাদের সম্মানিত করতেই এমন আয়োজন। 

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, এ আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন, আগামীতে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আমরা আর ভয় পাব না। এই সংবর্ধনা তাদের কর্মীদের আন্দোলন সংগ্রামের দিকে আরও উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন। 

এদিকে সংবর্ধিত হয়ে খুশি কারামুক্ত নেতাকর্মীরা। তাদের দাবি এ আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান এবং উজ্জীবিত করবে। 

গণসংবর্ধনায় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদলের সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভ কুমার ঘোষ/এএএ