তালাবদ্ধ ঘরে প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ
রংপুরের মিঠাপুকুরে রাজিয়া বেগম (৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফশাদী গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজিয়া বেগম মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের তরফশাদী গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের মমিনুর রহমান নামের এক যুবকের সঙ্গে রাজিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী তার স্ত্রী রাজিয়াকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। একপর্যায়ে মমিনুর রহমান সংসারের চাহিদা পূরণের জন্য স্ত্রী রাজিয়াকে বাড়িতে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করছিলেন। এমতাবস্থায় গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এলাকাবাসী রাজিয়াকে স্থানীয় একটি তাফসীরুল কোরআন মাহফিলে দেখতে পান। এরপর থেকে আর রাজিয়াকে প্রতিবেশীরা বাইরে দেখতে পাননি।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি রাজিয়াকে খুঁজতে তার বাড়িতে যান। এ সময় তার শোয়ার ঘর তালাবন্ধ অবস্থায় দেখতে পেয়ে জানালা দিয়ে ওই ব্যক্তি ঘরের ভেতর রাজিয়ার মরদেহ দেখতে পান। তিনি বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেয়।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ