বাগেরহাটে সাড়ে তিন বছরের শিশুকে হত্যা, কিশোর আটক
বাগেরহাটের চিতালমারীতে শিহাব শেখ নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের হামিম শেখের ঘর থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু শিহাব শেখ।
শিশু শিহাবকে হত্যার দায়ে হামীম শেখ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
হত্যার শিকার শিশু শিহাব চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে।
আটক হামিম শেখ একই এলাকার রমজান শেখের ছেলে এবং শিহাবের প্রতিবেশী। গ্রেপ্তার হামিমের ঘর থেকে শিহাবের পরিহিত প্যান্ট ও পায়ের স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, শিশুর শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে।
তিহি আরও বলেন, এ ঘটনায় হামিম শেখ নামের এক কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। বিকেলে শিহাবের হাত-পা বেঁধে হত্যা করে নিজ ঘরের পাশে ফেলে রাখে হামিম। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা এবং হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।
প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
শেখ আবু তালেব/জেডএস