দাখিল পরীক্ষা
নকল করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চলতি দাখিল পরীক্ষায় নকল করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার ঘিলাতলী ফাজিল মাদরাসা কেন্দ্রে হাদিস শরীফ বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা।
বহিষ্কার দুই শিক্ষার্থী হলো- উপজেলার নন্দীখোলা ফাজিল মাদরাসার মো. সাহেদ মিয়া ও কালিকাপুর দাখিল মাদরাসার জিসান মুন্সি।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উপজেলার উপাদী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবুল হোসেন, লামচরী উচ্চ বিদ্যালয়ের অমলেন্দু গোলদার, সালেহ আহমেদ, দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম ও ধনারপাড় দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. রাসেল মিয়া।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থী নকল করলেও দুই কক্ষের দায়িত্বরত পাঁচ শিক্ষক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আনোয়ারুল হক/এমজেইউ