ময়মনসিংহ নগরীতে মিষ্টি তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর জিকেএমসি সাহা রোডের নিউ মিষ্টি কানন নামে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় মিষ্টি তৈরিতে মেশানো হচ্ছে পোশাকে দেওয়ার রং। 

শুধু তাই নয়, মিষ্টির গোডাউনে গিয়ে আঁতকে ওঠার মত অবস্থা। সেখানে পাওয়া যায়, সারি সারি পাতিলে সাজানো রঙের প্রলেপ দেওয়া দই, খোলা পড়ে দেখা যায় রসমালাই, জর্দা মিষ্টি আর নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অনুষঙ্গ। এরই মধ্যে খুঁজে পাওয়া যায়, পুরো গামলা ভর্তি পচা মিষ্টি।

এসব নানা অনিয়মের কারণে নিউ মিষ্টি কাননের স্বত্বাধিকারী সুনীল চন্দ্র সাহাকে তিন লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর হাসান। তিনি বলেন, বিভিন্ন সময় খাদ্যে ভেজাল মেশানোর বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করতে সেমিনার করানো হয়। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের কাজ করে থাকে। তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এই অভিযানে সহায়তা করেন র‌্যাব-১৪ ময়মনসিংহের সদস্যরা।

উবায়দুল হক/এএএ