গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে মো. লিখন মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মো. লিখন মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধায়। তবে আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি বলেন, বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকার ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানায় আগুন ছড়িয়ে পরে। এ ঘটনায় একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শিহাব খান/এএএ