ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় একটি মালবোঝাই ট্রাক উল্টে সড়কে পড়ে থাকায় রাস্তার দুইদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছেন শত শত যানবাহন। এ ঘটনায় ট্রাক চালক আহত হয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে উল্টে যায়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমার সাতমাইল এলাকায় সিলেটগামী মালবোঝাই একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়িভাবে মহাসড়কে উল্টে যায়। এতে ট্রাক চালক আহত হয়েছেন। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী মশাহিদ আলী ঢাকা পোস্টকে জানান, দুপুর দুইটার দিকে লালাবাজারের সাতমাইলে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটিতে লোড বেশি থাকায় ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। সড়কের মধ্যে আড়াআড়িভাবে ট্রাকটি উল্টে যাওয়ায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনা কবলিত স্থানে রাস্তায় চলাচলকারী গাড়ি ধীরে ধীরে চলার কারণে রাস্তার দুইপাশে যানজট সৃষ্টি হয়েছে। 

মাসুদ আহমদ রনি/এএএ