পিরোজপুরের নেছারাবাদে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ১৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- উপজেলার বালিহারী গ্রামের মো. দুলাল (৬০), মো. জাফর (৬৪), ফাহিমা (১৭), আড়াই বছরের শিশু সাদমান, খালেদা বেগম (৪৫), সিনথিয়া (১৮), অনিক (১৩), সাইদুর রহমান (৪৫), সায়ান (১১), মুকুল বেগম (২৫), সেহাংগল গ্রামের তায়েবা বেগম (৬০), সারেংকাঠি গ্রামের শর্মী (১৫), চিলতলার আরিয়ান শাহ (২১) ও সোহাগ দল গ্রামের পারভীন বেগম (৩৯)। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলার বালিহারি, সেহাংগল, চিলতলা, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের লোকজন কুকুরের কামড়ের শিকার হন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, কুকুরের আক্রমণের শিকার হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুলালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকাসহ হাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে।

আরএআর