অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত এলাকা থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফলং সীমান্তের পাথরটিলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি মুক্তাপুর এলাকার আবুল কালামের ছেলে আহমেদ হোসেন (৫০), একই গ্রামের মৃত রমেস দাসের ছেলে রাজেস দাস (৪২) এবং মৃত ব্যাঙ্গা তাতীর ছেলে লোকেস তাতী (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, পাসপোর্ট ও ভিসা ছাড়াই অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে তিনজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ৩ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাসুদ আহমদ রনি/এএএ