খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
খাগড়াছড়ির পানছড়ির মরাটিলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির (৩৫) নামে একজন আহত হয়েছে। আহত নাছিরকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত নাছির পানছড়ি উপজেলার হেডম্যান টিলা গ্রামের মো. হানিফের ছেলে।
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জুবায়ের ঢাকা পোস্টকে জানান, আহত নাছিরসহ তারা ঝর্ণাটিলা বিজিবি ক্যাম্পের ইলেকট্রিক্যাল কাজ শেষে দুইটি মোটরসাইকেলে পানছড়ি ফিরছিলেন। মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আধা কলোমিটার আসার পর সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয় সন্ত্রাসীরা। ব্যারিকেড টপকানোর সঙ্গে সঙ্গে সড়কের পাশ থেকে এলোপাতাড়ি গুলি আসতে শুরু করে। এসময় দ্বিতীয় মোটরসাইকেল চালক নাছির গুলিবিদ্ধ হন।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শফিউল আজম জানান, আহত নাছিরের পেটের ডান পাশে গুলি লেগেছে। কোনো সশস্ত্র গ্রুপ এ হামলা করেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পুলিশ যাওয়া সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর থেকে পানছড়ি উপজেলায় রাত্রিকালীন চলাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)। একই উপজেলায় গত ২৯ ডিসেম্বর সিমান্ত সড়কের কাজ শেষে ফেরার পথে হারুবিল এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয়।
আরকে